Header Ads

খোলা আকাশে ঈশ্বরের উদ্দেশ্যে বেলুনের মালা পাঠালেন রাখি সাওয়ান্ত, ভিডিও ভাইরাল

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। আমাদের দেশে আক্রান্ত হয়েছে বহু মানুষ। মৃত্যু হয়েছে বহু মানুষের। করোনার জন্য এই সময় পাপ- পূর্ণ নিয়ে কথা বললেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখি প্রশ্ন তুলেছেন এতই যখন ভয় তখন পাপ করেন কেন?এর আগেও রাখিকে করোনা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। চীনে ও গেছিলেন রাখি দেখেছেন সেখানকার পরিস্থিতি কিন্তু কখনও ভাবতে পারেননি এই রকম চিত্র দেখতে হবে।রাখি বলেন এতই যখন ভয় তবে কেন মদ্যপান, এত মিথ্যে কথা, কেন ই বা প্রিয় মানুষকে ঠকানো।
পাশাপাশি ঈশ্বরের জন্য রাখি পাঠালেম বেলুনের মালা রাখি বরাবরই ঈশ্বরবিশ্বাসী। এই পরিস্থিতিতে তিনি সবার প্রার্থনা কামনা করে বেলুনের মালা পাঠালেন ঈশ্বরের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর আহবানে তিনিও পাঁচটার সময় করতালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রাখি সেই বেলুন ঈশ্বরের উদ্দেশ্যে পাঠানো ভিডিও খুব অল্প সময়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন রাখি সাওয়ান্তের সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-CgqdejaqV/

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.