Header Ads

সোনিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে মাস্টারস্ট্রোক মোদীর! করোনা শেখাচ্ছে একতাই শক্তি।

অরুনাভ সেনঃ আমরা "নজরবন্দি" সর্বদা ইতিবাচক খবর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চেষ্টা করি,আমাদের সাধ্যমত৷অনেক ভাল খবরের মত আরও একটি মন ভাল করা খবর আগামী ৩ মাস কোনও EMI দিতে হবে না। সবরকম ঋণের উপরই ৩ মাস EMI স্থগিত। বাণিজ্যিক ঋণেও ৩ মাসের সুদে ছাড়।আজই সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস।নিঃসন্দেহে স্বস্তির খবর৷অনেক মানুষই ভাবছিলেন এই রকম লকডাউট অবস্থায় তারা কিভাবে সামলাবেন ইএমআইয়ে ঝক্কি৷
এগিয়ে এল কেন্দ্রীয় সরকার৷সব রকম ঝণের উপর ৩মাস ইএমআই স্থগিতের কথা ঘোষনা করে সরকার অনেক মানুষের বিনিদ্র রজনী থেকে মুক্তি দিল৷নিঃসন্দেহে বড় খবর স্বস্তিদায়ক খবর৷কার্যত লক-ডাউন গোটা পৃথিবী৷এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য অর্থনীতিতে চাঙ্গা করতে আরবিআই রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যাঙ্কিং ব্যবস্থায় বাড়তি ১ লাখ ৩৭ হাজার কোটি নগদের জোগান বাড়বে৷এরই সঙ্গে গতকাল করোনা পরিস্থিতির সঙ্গে যুঝতে অর্থমন্ত্রীর ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার ত্রাণ ঘোষণায় অন্তত এটুকু জোরগলায় বলা যায় বাজারে নগদের অভাব হবে না,মুদ্রাস্ফীতিতে লাগাম পরানো যাবে৷নোটবন্দিতে ধাক্কা খাওয়ার পর সেখান থেকে আজকের লকডাউনে মোদি সরকারের পরপর দুটি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন সাধারন মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতা,কর্মীরাও৷তবে ঘোষনা আর বাস্তবতার মাঝে বিপুল ফারাক আছে হাড়ে-হাড়ে টের পাচ্ছেন যারা নিত্যবাজার করছেন অর্থাৎ আমার আপনার মত সাধারন মানুষ৷প্রতিদিনই অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বাড়ছে লাফিয়ে-লাফিয়ে৷
একই সঙ্গে বাজার জুড়ে অত্যাবশ্যকীয় পন্য সামগ্রীর চাহিদা ও যোগানের মধ্যে বিপুল ফারাক পরিলক্ষিত হচ্ছে৷দাম বাড়ছে ভোজ্য তেল থেকে সব অত্যাবশ্যকীয় সামগ্রীর৷এই পরিস্থিতিতে শহর কলকাতা থেকে মফঃস্বলের মুদি ও অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানদাররা বলছেন তারা অসহায়৷এমনিই মানুষ বিপুল প্যানিকে ভুগে বেশি পরিমান জিনিস মজুত করেছেন৷পাশাপাশি ডিস্ট্রিবিউটর বা হোলসেলারদের থেকে তারা সাহায্য পাচ্ছেন না৷উল্টোদিকে ডিস্ট্রিবিউটর ও হোলসেলাররা বলেছেন তারা পণ্য সরবরাহ করতে পারছেন না পুলিশি হয়রানির ভয়ে৷তাদের অভিযোগ একে মুটিয়া অমিল,তার সঙ্গে যারা এখনও কাজ করছেন তাদের ভ্যান বা গাড়ি পুলিশ আটকাচ্ছে৷কখণও বা শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে৷বাধ্য হয়ে পুলিশের ভয়ে ট্রান্সপোর্ট পর্যন্ত মাল পৌঁছে দিতে বেঁকে বসেছেন অনেক মানুষ,যারা মালপত্র ট্রান্সপোর্টের লরি পর্যন্ত পৌঁছে দেন,কিংবা ভ্যানে করে রিটেলারদের কাছে পৌঁছে দেন৷অর্থাৎ পরিস্কার চিত্রটা হল মিসিং লিঙ্ক বা কমিউনিকেশন গ্যাপ৷
যেকোনও পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখাই এখন রিজার্ভ ব্যাঙ্কের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ খাদ্যপণ্য ও তেলের দাম কোনও অবস্থায় বাড়তে না দেওয়াই আরবিআই-এর আসল লক্ষ৷মুদ্রস্ফীতিতে লাগাম পড়াতে প্রতিশ্রুতিবদ্ধ রিজার্ভ ব্যাঙ্ক। জ্বালানি তেলের উপরও কর কমানোর ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর।অর্থাৎ সুখবরটা শীঘ্রই আসবে,দাম কমবে তেলেরও৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.