নিন্মবিত্তের কাছে পৌঁছে দেবে ৩কোটি বিস্কুট প্যাকেট, ঘোষণা 'পার্লে' সংস্থার
নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। চলবে ২১ দিন পর্যন্ত। আর ২১ দিনে অর্থাৎ ৩সপ্তাহে মোট তিন কোটি বিস্কিটের প্যাকেট বিনা মূল্যে দুস্থদের কাছে পৌঁছে দেবে বলে ঘোষণা করেছে 'পার্লে' সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি সপ্তাহে তাঁরা ১কোটি করে বিস্কুট তুলে দেবে নিন্মবিত্তদের হাতে। প্রধানমন্ত্রী কথা অনুযায়ী ইতিমধ্যেই সংস্থা ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ করাচ্ছেন। পার্লে কোম্পানির আধিকারিক মায়াঙ্ক শাহ জানিয়েছেন, কেন্দ্রের কথা মেনে ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ চলছে। দেশ জুড়ে যে পরিস্থিতি চলছে। সাধারণ মানুষের মধ্যে কেনাকাটার হিরিক পরতে দেখা গেছে।
এর থেকে বোঝাই যাচ্ছে বাজারের হাল টান টান হতে বাধ্য। এই সমস্ত কিছু মাথায় রেখেই সংস্থা ঠিক করেছে এই লকডাউন সময়ের মধ্যে প্রতি সপ্তাহে ১ কোটি করে মোট ৩কোটি বিস্কুট পৌঁছে দেওয়া হবে নিন্মবিত্তদের কাছে। গতবছর পার্লে কোম্পানির অবস্থা মন্দার দিকে গেছিল। তার একটা বড় কারণ ছিল গ্রামীণ এলাকায় পার্লে-জি বিস্কিটের মার্কেট পরে যাওয়া। ফলে সংস্থা ১০ হাজার কর্মী ছেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনার জেরে এখন দেশের যা পরিস্থিতি তাতে খাদ্য সংকটও দেখা দিচ্ছে। তাই এই মন্দার বাজারেও পার্লে সংস্থা সাধারণ মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসেছে।
এর থেকে বোঝাই যাচ্ছে বাজারের হাল টান টান হতে বাধ্য। এই সমস্ত কিছু মাথায় রেখেই সংস্থা ঠিক করেছে এই লকডাউন সময়ের মধ্যে প্রতি সপ্তাহে ১ কোটি করে মোট ৩কোটি বিস্কুট পৌঁছে দেওয়া হবে নিন্মবিত্তদের কাছে। গতবছর পার্লে কোম্পানির অবস্থা মন্দার দিকে গেছিল। তার একটা বড় কারণ ছিল গ্রামীণ এলাকায় পার্লে-জি বিস্কিটের মার্কেট পরে যাওয়া। ফলে সংস্থা ১০ হাজার কর্মী ছেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনার জেরে এখন দেশের যা পরিস্থিতি তাতে খাদ্য সংকটও দেখা দিচ্ছে। তাই এই মন্দার বাজারেও পার্লে সংস্থা সাধারণ মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসেছে।

No comments