সরকারি নিয়ম না মানলে প্রেম করব না, সরাসরি জানিয়ে দিলেন মিমি!
নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যে করোনা ভারতেও থাবা বসিয়ে ফেলেছে। সেই কারণে প্রধানমন্ত্রী লকডাউন এর ঘোষণা করেছেন।ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরা সবাই ঘরবন্দি। টলিউডের অভিনেত্রী সাংসদ মিমি কিছুদিন আগেই ফিরেছেন লন্ডন থেকে সেই জন্য তিনি এখন হোম কোয়ারেন্টাইনে।তাই ঘরবন্দি হয়ে ও সাধারণ মানুষের জন্য সচেতনতা দিয়ে চলেছেন।না না রকম সচেতন মূলক ভিডিও পোস্ট করে চলেছেন মিমি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একটি ভিডিও শেয়ার করেন মিমি।
আসলে মিমি সোহম অভিনিত একটি ছবি বোঝেনা সে বোঝে না ছবি একটি দৃশ্য কে অন্য রকম ভাবে তৈরি করে আপলোড করেছেন।ভিডিওটিতে দেখা যাচ্ছে মিমি তার প্রেমিক অর্থাৎ সোহামের করোনা টেস্ট করিয়েছেন মিমি সোহম কে সতর্ক করে বলছেন, 'সরকারি নিয়ম মেনে বাড়িতে না থাকলে আমি প্রেম করবো না'।আসলে মিমি বলতে চেয়েছেন সব সম্পর্ক ঠিক থাকবে যদি মানুষ সরকারের কথা মেনে ঘরবন্দি হয়ে থাকে। এই লকডাউনের সময় প্রেমিকও ছাড় পাবেন না। এমনই বার্তা দিচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন মিমির সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-Ogs8EgSKI/
আসলে মিমি সোহম অভিনিত একটি ছবি বোঝেনা সে বোঝে না ছবি একটি দৃশ্য কে অন্য রকম ভাবে তৈরি করে আপলোড করেছেন।ভিডিওটিতে দেখা যাচ্ছে মিমি তার প্রেমিক অর্থাৎ সোহামের করোনা টেস্ট করিয়েছেন মিমি সোহম কে সতর্ক করে বলছেন, 'সরকারি নিয়ম মেনে বাড়িতে না থাকলে আমি প্রেম করবো না'।আসলে মিমি বলতে চেয়েছেন সব সম্পর্ক ঠিক থাকবে যদি মানুষ সরকারের কথা মেনে ঘরবন্দি হয়ে থাকে। এই লকডাউনের সময় প্রেমিকও ছাড় পাবেন না। এমনই বার্তা দিচ্ছেন সাংসদ অভিনেত্রী মিমি।নিচের লিংকে ক্লিক করে দেখে নিন মিমির সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-Ogs8EgSKI/
কোন মন্তব্য নেই