Header Ads

ভারতীয় আয়ুর্বেদ ব্যাবহার করে করোনা রুখে দিয়েছে চীন, একই পথে এবার ভারতও! #BigStory

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে ভাল কিছু ঘটলেই কমবশি প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নাম আসে আমাদের দেশ ভারতের। আর এবার করোনার মত অতিমারী কে রুখে দেওয়ার ক্ষেত্রেও সামনে এল ভারতের নাম! ভারতীয় আয়ুর্বেদের বিদ্যে কে কাজে লাগিয়ে করোনা নিরাময়ে সাফল্য পেল চিন। চিন তাঁদের এই গবেষনার কাগজপত্র প্রকাশ করছে। সেই গবেষনার খবর জানতে পেরে নড়েচড়ে বসেছে ভারতের আয়ুর্বেদ ও চিকিৎসক মহল!
কেন্দ্রীয় আয়ুস মন্ত্রকের সচিব ডা. রাজেশ কোটেচা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা কাজ শুরু করছেন, অ্যালোপ্যাথির পাশাপাশি কিভাবে আয়ুর্বেদ অস্ত্র দিয়ে করোনা কে শেষ করা যায় তা নিয়ে কাজ করছন তাঁরা। চিনের গবেষনা সম্পর্কে তাঁরা জনেছেন। আয়ুর্বেদ প্রস্তুতি তুঙ্গে, ইতিমধ্যেই রাজ্যের ১৬টি আয়ুশ হাসপাতালের পাশাপাশি  দেশের সবকটি আয়ুশ হাসপাতালের কাছে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন ডা. কোটেচা। এই বিষয়ে দ্রুত জাতীয় প্রটোকল তৈরি করা হবে বলে জানা গেছে।
কিন্তু এই ওষুধ ঠিক কি? আদা, হলুদ, দারচিনি, যষ্টিমধু সহ আরও ৮ রকমের মোট ১২টি উপাদান মিশিয়ে তা পরিশ্রুত করে বানানো হয়েছে এক ধরনের পাঁচন। যা প্রয়োগ করা হয়েছে ৭০১ জন করোনা আক্রান্তর ওপর! দেখা গেছে ১৩০ জন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, ৫১ জনের সমস্ত উপসর্গ চলে গেছে, ২১২ জন রোগীর শারীরিক অবস্থার অবনতি রুখে দিয়েছে এই পথ্য পাশাপাশি ২৬৮ জন রুগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অর্থাৎ সাফল্য ৯০%র বেশি!(পরিসংখ্যান ৪ মার্চ পর্যন্ত)
উল্লেখ্য, ভারতীয় আয়ুর্বেদ নিয়ে করোনা চিকিৎসার  চিনা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘এলসভিয়ার’ এবং ‘সায়েন্স ডাইরেক্ট’ জার্নালে। যেখানে করোনা আক্রান্ত রোগীদের নিরাময়ের পরিসংখ্যান পেশ করা হয়েছে।প্রমান স্বরূপ দাখিল হয়েছে সিটি স্ক্যান রিপোর্ট, যেখানে পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে, নতুন এই আয়ুর্বেদিক ওষুধের গুণে ধাপে ধাপে কমেছে ফুসফুসের সংক্রমণ।
এই খবর সামনে আসতে উৎসাহিত হয়ে পড়েছেন আয়ুর্বেদ মহল, আয়ুর্বেদিক ডাক্তারদের ইচ্ছে মর্ডান মেডিসিনের পাশাপাশি আয়ুর্বেদিক ওষুষ নিয়ে তারাও করোনা যুদ্ধে সামিল হতে চান।কারন, জীবাণু নিয়ন্ত্রণে আয়ুর্বেদের অভিজ্ঞতা পাঁচ হাজার বছরের।
এখন দেখার আয়ুর্বেদ অস্ত্রে সত্যিই কি ঘায়েল হবে করোনা? 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.