প্ল্যাটফর্ম টিকিটের পাঁচ গুণ দাম বৃদ্ধি করল রেল।
নজরবন্দি ব্যুরোঃ রেলের পক্ষ থেকে বড় সিদ্ধান্ত। প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে করা হল ৫০ টাকা। দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের পাঁচ গুণ দাম বাড়িয়ে দিল রেল। করোনা সক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কারণ, প্ল্যাটফর্মে যাত্রী ছাড়া অন্যান্যদের ভিড় থাকে। তা কমাতেই এই সিদ্ধান্ত। তবে এখনই নয়া নিয়ম কার্যকর হচ্ছে না সমস্ত জায়গায়। রেলের পক্ষ থেকে জানান হয়েছে, পশ্চিম রেল এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মুহুর্তে পাঁচটি ডিভিশনের ২৫০ টি স্টেশনে নতুন দামে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি হবে। পরবর্তী সময়ে সক্রমণের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। মুম্বই, ভদোদরা, আমদাবাদ, রাতলাম, রাজকোট এবং ভবনগর ডিভিশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই টিকিটের দাম কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।
কোন মন্তব্য নেই