কলকাতার রাস্তায় নামতে চলেছে ১০ হাজার বাইক ট্যাক্সি,পাশ হল ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল বিল ২০২০।
নজরবন্দি ব্যুরোঃ কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদী পরিবহণ মন্ত্রী। কলকাতার রাস্তায় নামতে চলেছে ১০ হাজার বাইক ট্যাক্সি।মঙ্গলবার বিধানসভায় পাশ হল বেঙ্গল মোটর ভেহিকল অ্যাক্টের সংশোধনী বিল।এই বাইক ট্যাক্সির নম্বর প্লেট হবে অন্যান্য বাইকের থেকে আলাদা।বুধবার থেকে বাতিল করা হয়েছে বিধানসভার অধিবেশন। মঙ্গলবারের মধ্যে যাবতীয় জরুরি কাজ সেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই পরিস্থিতিতে মঙ্গলবারই বিধানসভায় পেশ করা হয় ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল বিল ২০২০। পরিবহণ দপ্তরের এই বিলটি পাশ হওয়ার পরই পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন প্রচুর যুবক আবেদন করেছিল। রাজ্য সরকারের তরফে এই বাইকগুলির গড় দাম ৬৫ হাজার টাকা ধরে কর কাঠামোও তৈরি করা হয়েছে। নম্বর প্লেটের কালার হবে হলুদ রঙের।বাইক ট্যক্সির ক্ষেত্রে গাড়িত হেলমেট ও রেইনকোট রাখা বাধ্যতামূলক।
পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সাধারণ বাইকের মতোই টাকা খরচ হবে 'বাইক ট্যাক্সির' রেজিস্ট্রশনে। যাতে বাইক চালকদের কোনও সমস্যা না হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্তমানে কলকাতা-রাজারহাট এলাকায় মোট ৬৮ টি বাইক ট্যাক্সি চলে। আরও ১০ হাজার গাড়ি রাস্তায় নামলে তাতে কর্মসংস্থানের পাশাপাশি কলকাতার বাসিন্দাদেরও সুবিধা হবে বলেই জানান তিনি। অবিলম্বে শিলিগুড়ি-সহ অন্যান্য শহরগুলিতেও এই পরিষেবা চালু করা হবে জানিয়েছেন শুভেন্দুবাবু।
এই পরিস্থিতিতে মঙ্গলবারই বিধানসভায় পেশ করা হয় ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল বিল ২০২০। পরিবহণ দপ্তরের এই বিলটি পাশ হওয়ার পরই পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন প্রচুর যুবক আবেদন করেছিল। রাজ্য সরকারের তরফে এই বাইকগুলির গড় দাম ৬৫ হাজার টাকা ধরে কর কাঠামোও তৈরি করা হয়েছে। নম্বর প্লেটের কালার হবে হলুদ রঙের।বাইক ট্যক্সির ক্ষেত্রে গাড়িত হেলমেট ও রেইনকোট রাখা বাধ্যতামূলক।
পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, সাধারণ বাইকের মতোই টাকা খরচ হবে 'বাইক ট্যাক্সির' রেজিস্ট্রশনে। যাতে বাইক চালকদের কোনও সমস্যা না হয়। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্তমানে কলকাতা-রাজারহাট এলাকায় মোট ৬৮ টি বাইক ট্যাক্সি চলে। আরও ১০ হাজার গাড়ি রাস্তায় নামলে তাতে কর্মসংস্থানের পাশাপাশি কলকাতার বাসিন্দাদেরও সুবিধা হবে বলেই জানান তিনি। অবিলম্বে শিলিগুড়ি-সহ অন্যান্য শহরগুলিতেও এই পরিষেবা চালু করা হবে জানিয়েছেন শুভেন্দুবাবু।
কোন মন্তব্য নেই