Header Ads

প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল কলকাতায়। #BigBreaking

নজরবন্দি ব্যুরোঃ প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল কলকাতায়। কলকাতায় প্রথম করোনা আক্রান্ত এই যুুুবক। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে সম্প্রতি  ইংল্যান্ড ফেরত এই যুবক৷ বেলেঘাটা আইডির স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ যারা ওই যুবকের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রামিত তরুণের মা-বাবা ও পরিবারের অন্যদের বেলেঘাটা আইডিতে কোয়েরান্টাইনে রাখা হয়েছে৷
সূত্রের খবর তরুণের বান্ধবীও করোনায় আক্রান্ত ছিলেন, সেখান থেকেই তাঁর শরীরে এই ভাইরাসের আগমন ঘটে । দু তিন দিন আগে ইংল্যান্ডে থাকাকালীন জন্মদিনের পার্টি করেছিলেন ওই তরুণ। দেশে আসার পর প্রাথমিকভাবে এই রোগের কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে। তা সত্ত্বেও দেশে ফেরার পর সোমবারই তাঁকে পরীক্ষা করাতে বলা হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। কিন্তু গতকাল তিনি আসেননি। তারপর এদিন সকালেই ওই তরুণকে ভর্তি  করা হয়। সন্ধেয় রিপোর্ট পাওয়ার পর করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন চিকিত্সকরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.