করোনা-র আবহে রাজ্যের পেনশন প্রাপকদের জন্যে দারুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ এবার রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মী তথা পেনশন প্রাপকদের পাশে দাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’মাসের পেনশন অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যের লক্ষাধিক পেনশন প্রাপক উপকৃত হবেন। করোনার দাপটে লক ডাউন চলছে রাজ্য তথা দেশজুড়ে এই সময় আর্থিক সংকটে পড়েছেন সবাই। আর সবার সাথে রাজ্যের পেনশন প্রাপকরাও যে অসুবিধায় পড়েছেন তা বলাই বাহুল্য; তাই এদিন নবান্নে এই সিদ্ধান্ত হয় যে রাজ্যের পেনশন প্রাপকদের একসাথে দুমাসের পেনশন দেওয়া হবে। আর তাঁর জন্যে ইতিমধ্যেই অর্থদফতর মঞ্জুর করেছে ১১৬৪ কোটি টাকা। আগামী এপ্রিল এবং মে মাসের টাকা এক সাথে হাতে পাবেন রাজ্যের অবসর প্রাপ্ত কর্মীরা। ইত্মধ্যেই নবান্ন থকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে সবকটি দফতরে। খুব শীঘ্রই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকে যাবে বলে প্রশাসন সূত্রে খবর।

No comments