Header Ads

আর্থিক সংকটের কারণে ৩মাসের জন্য EMI স্থগিত রাখার নির্দেশ RBI এর

নজরবন্দি ব্যুরোঃ সাধারণকে স্বস্তি দিতে RBI এর বড় ঘোষণা। সব রকম ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রেই ৩মাসের EMI স্থগিত রাখতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে RBI । করোনা জেরে যে বেহাল দশা তৈরী হয়েছে সেই দিক থেকেই খেয়াল রেখেই সিদ্ধান্ত। শুক্রবার আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস একটি সাংবাদিক বৈঠকের করে এই ঘোষণা করেন। করোনা রুখতে কাজকর্ম বন্ধ রেখে ঘরবন্দি দেশবাসী। দেশ লকডাউন করে দেওয়া হয়েছে ২১ দিনের জন্য। পরিস্থিতি অপর নির্ভর করে এই সময়সীমা বাড়তেও পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেশের অর্থনীতির উপরও এর প্রভাব যথেষ্ট তা বলাই বাহুল্য। এমন অবস্থায় দেশের অর্থনীতিকে ঠিক রাখতে রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
 রেপো ০.৭৫ বেসিস পয়েন্ট হিসাবে কমানো হবে, ফলে রেপো রেট হচ্ছে ৪.৪ শতাংশ। রিভার্স রেপো রেটও কমানো হচ্ছে ৯০ বেসিস পয়েন্ট হিসাবে, ফলে রেট দাঁড়াচ্ছে ৪ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট ও রিভার্স রেপো রেট কমায় ব্যাঙ্কিং ব্যবস্থায় ১ লাখ ৩৭ হাজার কোটি নগদের জোগান হবে। ব্যাঙ্কের হাতে ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকা থাকবে মার্কেটে ব্যবহারের জন্য। তিনি আরও জানান, দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখাই এবং খাদ্যপণ্য ও তেলের দাম এই মুহুর্তে RBI-এর এক মাত্র লক্ষ্য। রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানোর পরে জ্বালানি তেলের উপরও কর কমানোর ইঙ্গিত দিয়েছে গভর্নর শক্তিকান্ত দাস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.