অর্ধেক কর্মী দিয়ে কাজের নির্দেশ; নির্দেশিকা জারি করল কেন্দ্র
নজরবন্দি ব্যুরো: বড় পদক্ষেপ নিল কেন্দ্র। আগামী ১ এপ্রিল পর্যন্ত সব কেন্দ্রীয় সরকারি অফিসে গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীর হাজিরার সংখ্যা অর্ধেক কমাতে নির্দেশিকা জারি করা হয়েছে।
করোনার প্রকোপ ঠেকাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নির্দেশিকাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অফিসাররা গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীদের কাজের তালিকা এমনভাবে করবেন যাতে অর্ধেককে এক সপ্তাহ পর পর ডিউটি দেওয়া হয়। বাকি অর্ধেক কাজ করবেন বাড়ি থেকে। তাঁদের বাড়িতে টেলিফোন ও কম্পিউটার থাকতে হবে।
জরুরি প্রয়োজনে তাঁরা অফিসে আসতে পারবেন। তাছাড়া, কোন কোন কর্মচারীর বাড়ি অফিসের কাছে আর কাদের গাড়ি রয়েছে তার তালিকাও তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যারা অফিসে আসবেন তাঁদের কাজের সময় তিনভাগে ভাগ করতে হবে। অপরদিকে, পাঞ্জাবে সব সরকারি পরিবহন শনিবার থেকে বন্ধ হয়ে যাবে। বাস, অটো চলবে না।
করোনার প্রকোপ ঠেকাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নির্দেশিকাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অফিসাররা গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীদের কাজের তালিকা এমনভাবে করবেন যাতে অর্ধেককে এক সপ্তাহ পর পর ডিউটি দেওয়া হয়। বাকি অর্ধেক কাজ করবেন বাড়ি থেকে। তাঁদের বাড়িতে টেলিফোন ও কম্পিউটার থাকতে হবে।

No comments