করোনায় চতুর্থ মৃত্যু ভারতে; বাড়ছে আতঙ্ক। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ করোনায় চতুর্থ মৃত্যু ভারতে; বাড়ছে আতঙ্ক। করোনার ত্রাসে সন্ত্রস্ত ভীত বিশ্ব। ভারতেও ছড়িয়েছে আতঙ্ক। আজ ভারতে করোনায় আক্রান্ত হয়ে চতুর্থ ব্যাক্তি মারা গেলেন দেশে। মৃত্যু হল পাঞ্জাবে। মৃত ব্যাক্তি গত সপ্তাহে ফিরেছিলেন জার্মানি থেকে।মৃতের বয়স ৭০ বছর। কর্ণাটক, দিল্লি, মুম্বইয়ের পর করোনা আক্রান্তের মৃত্যু হল পাঞ্জাবে।

No comments