করোনা সংক্রামণ রুখতে নয়া পদক্ষেপ মোদী সরকারের
নজরবন্দি ব্যুরোঃ দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও। এই রকম অবস্থায় এই ভাইরাসের সাথে লড়াই করতে এবার এক বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। সরকার এক নির্দেশিকায় জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারি আমলা ও অফিসার পদমর্যাদার কর্মীদের বাড়ি থেকে কাজ করতে হবে। এবং ৫০ শতাংশ গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের অফিসে যেতে হবে। সংশ্লিষ্ট হেড ক্লার্ক গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীকে সূচি ঠিক করে দেবেন সেই দফতরের অফিসার।
সেই অনুযায়ী কাজ করতে হবে গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের। কাজের তিনটি শিফটের কথা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫.৩০ এবং সকাল ১০টা থেকে সন্ধে ৬টা। এই সময়ে ধাপে ধাপে কাজে যোগ দেবেন গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীরা।

No comments