Header Ads

জরুরি বৈঠক, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী! #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্তের খোঁজ মিলতেই কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভিড় এড়ানোর জন্য সরকারি কর্মচারীদের সিফট কমিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের কাজের সময় ১ ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে। দশটা পাঁচটা ডিউটি থেকে এক ঘন্টা কমিয়ে আজ থেকে বেলা চারটের সময় ছুটির ঘোষণা করা হয়েছিল কর্মচারীদের জন্যে।
বাসে ট্রেনে ভিড় বাড়ার আগেই যাতে বাড়ি ফিরতে পারেন তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আজ থেকেই নতুন শিফট শুরু হওয়ার কথা। কিন্তু সূত্র জানাচ্ছে সেটা হচ্ছেনা। আজ বিকেল পাঁচ টায় জরুরি ভিত্তিতে সরকারের একাধিক দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
সম্ভবত কেন্দ্রের পথে হেঁটে রাজ্যসরকারি কর্মীদেরও ছুটি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।উল্লেখ্য,
কেন্দ্রীয় সরকারি আমলা ও অফিসার পদমর্যাদার কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ৫০ শতাংশ গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীদের অফিসে যেতে হবে। এবং বিভিন্ন দফতরের হেড ক্লার্ক গ্রুপ বি ও গ্রুপ সি কর্মীকে সূচি ঠিক করে দেবেন কে কখন অফিসে আসবেন।
অন্যদিকে  বিকেল ৪ টে ছুটি ঘোষনা সংক্রান্ত নির্দেশিকা হাতে পাওয়ার পর  INTUE র নেতা মলয় মুখোপাধ্যায় আজ সকালেই তীব্র সমালোচনা করেছেন সরকারি সিদ্ধান্তের। তাঁর কথায়, "কর্মীদের মাস্ক দেওয়ার উদ্দ্যোগ নেই। স্যানিটাইজারের কোনও ব্যবস্থা নেই। অফিস গুলিতে বায়োমেট্রিক ব্যবস্থা এখনও বন্ধ হয়নি। অথচ আজ থেকে করোনা ভাইরাস ঠেঁকাতে সরকারী দপ্তরগুলি বিকেল ৪ টে ছুটি ঘোষনা করা হয়ে গেল!" এটা কেমন সিদ্ধান্ত? মলয় বাবুর ক্ষোভ, "আজ থেকে সরকারি দফতর বিকেল ৪টে তে ছুটি কিন্তু এই দেড় ঘণ্টা সময়টা কর্মীদের মধ্যে দুভাগে ভাগ করে দিলে বেশি ভাল হত। কারন নির্দিষ্ট সময়ে অফিস আসতে হতে সেই কর্মীদের বাসে ট্রেনে বাদুড় ঝোলা হয়েই আসতে হবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.