বিদেশ থেকে ফিরেই রাষ্ট্রপতির সঙ্গে ব্রেকফাস্টে; বিতর্কে মেরি কম
নজরবন্দি ব্যুরো: করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা ভারত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোশ্যাল মিডায়া থেকে শুরু করে টিভিতে শোনান হচ্ছে সতর্ক বার্তা। এবার করোনাভাইরাসের মোকাবিলায় পোটোকল ভেঙে বড়সড় বিতর্কের মুখে বক্সার মেরি। বিদেশ থেকে ফিরে সরাসরি কোয়ারেন্টাইনে না-থেকে রাষ্ট্রপতির আমন্ত্রণে ব্রেকফাস্টে হাজির হয়ে বিতর্কের মুখে পড়লেন ভারতের কিংবদন্তি এই বক্সার।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ইতিমধ্যে সারাবিশ্বে থাবা বসিয়েছে এই ভাইরাস। এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছেন বিশ্বের ১১ হাজারের বেশি মানুষের প্রাণ। চিন ও ইতালিতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে।
এই চিনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে এখনও ব্যর্থ গোটা বিশ্ব। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO-র এটা মহামারি অ্যাখ্যা দিয়েছে। করোনাভাইরাস রুখতে একগুচ্ছ গাইডলাইন জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পোটোকল ভাঙল এই ভারতীয় বক্সার।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ইতিমধ্যে সারাবিশ্বে থাবা বসিয়েছে এই ভাইরাস। এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছেন বিশ্বের ১১ হাজারের বেশি মানুষের প্রাণ। চিন ও ইতালিতে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে।
কোন মন্তব্য নেই