Header Ads

দমদম সংশোধনাগারে সংঘর্ষ; মৃত্যু বন্দির

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ। কলকাতার রাস্তায় অলিখিত বনধের চেহারা নিয়েছে। এই রকম সময়ে দমদম জেলে দুই গোষ্ঠির বন্দিদের সংঘর্ষ ভয়াবহ আকার নিল।
আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠল বন্দিদের বিরুদ্ধে। আগুন নেভাতে ইতিমধ্যেই জেল পৌঁছে গিয়েছে দমকল। পরিস্থিতি সামাল দিতে লাঠি ও কাঁদানে গ্যাসের সেল পাঠাতে বাধ্য হয় পুলিশ। এদিন বন্দিদের দুই দলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দমদম জেল। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বন্দিরা। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ফাটায় পুলিশ।

এই খবর পাওয়ার পরেই সেখানে উপস্থিত হন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এই ঘটনায় জেলার সহ কয়েকজন কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে বন্দিদের মধ্যে মারপিট আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এক বন্দির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.