কোয়ারেন্টাইনে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং!
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিকিৎসকরা প্রতিনিয়ত সতর্কবার্তা দিয়ে চলেছেন। সতর্কবার্তা দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।কিন্তু তার পরেও চরম অসতর্কতার পরিচয় দিয়েছেন স্বয়ং বিজেপি সাংসদ তথা বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্ত সিং।
অভিযোগ, কয়েকদিন আগেই কণিকা কাপুরের সঙ্গে একই পার্টিতে ছিলেন এই বিজেপি সাংসদ। কিন্তু কণিকা কাপুর করোনা আক্রান্ত জেনেও নিজেকে সঙ্গে সঙ্গে গৃহবন্দি করেননি দুষ্মন্ত। চরম অসতর্কতার পরিচয় দিয়ে ঘুরেছেন বহু যায়গায়।
সতর্কতার কোনও বালাই না রেখেই চালিয়ে গেছেন স্বাভাবিক কাজকর্ম।
দুষ্মন্ত দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও। বর্তমানে যদিও সেল্ফ কোয়ারেন্টাইনে দুষ্মন্ত সিং ও তাঁর মা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। কিন্তু যেভাবে একের পর এক জায়গায় ঘুরে বেড়িয়েছেন দুষ্মন্ত, তাতে বহু লোকের সংক্রামিত হওয়ার আশঙ্কা দানা বাঁধছে। যদিও যেসব সাংসদরা দুষ্মন্তের সাথে দেখা করেছিলেন তাঁরা সকলেই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যাচ্ছেন।
অভিযোগ, কয়েকদিন আগেই কণিকা কাপুরের সঙ্গে একই পার্টিতে ছিলেন এই বিজেপি সাংসদ। কিন্তু কণিকা কাপুর করোনা আক্রান্ত জেনেও নিজেকে সঙ্গে সঙ্গে গৃহবন্দি করেননি দুষ্মন্ত। চরম অসতর্কতার পরিচয় দিয়ে ঘুরেছেন বহু যায়গায়।
সতর্কতার কোনও বালাই না রেখেই চালিয়ে গেছেন স্বাভাবিক কাজকর্ম।
কোন মন্তব্য নেই