Header Ads

করোনা থেকে বাঁচতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত গোটা পৃথিবী। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত লাখের বেশি। চিকিৎসকরা দিনরাত পরিশ্রম করার পরেও গোটা পৃথিবী জুড়ে চলা মৃত্যু মিছিলকে থামাতে ব্যর্থ।
ভারতেও এই করোনা ভাইরাসের প্রভাব বেশ স্পষ্ট। এই ভাইরাসের হাত থেকে দেশকে বাঁচাতে ইতিমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এখন পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০। মৃত্যু হয়েছে ১৮ জনের। এইরকম অস্থির পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেশকিছু পরামর্শ দিলেন। যা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে গোটা রাজ্যে।

উষ্ণ জলে পাতিলেবুর রস খান, গরমে ভাল থাকবেন। নিমপাতা, টকদই মাস্ট। সজনে ডাঁটা খুব উপকারী। অবশ্যই খেতে হবে হালকা খাবার। করোনার থাবা থেকে দূরে থাকতে রাজ্যবাসীর জন্য এমন পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে ভাল থাকার দাওয়াই হিসেবে তিনি এসব খাওয়ার পরামর্শ দিলেন। তিন বললেন, " প্রতিদিন সকালে একটু উষ্ণ জলে কয়েক ফোটা পাতিলেবুর রস দিয়ে খান। গলা ভাল থাকবে। গরমের সময় টকদইও খুব ভাল। প্রতিদিন নিমপাতাও খান। আমি রোজ সকালে ৪টে করে নিমপাতা খাই। হালকা খাবার খান, শরীর ভাল থাকবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.