Header Ads

করোনা মোকাবিলায় দলীয় মন্ত্রী-বিধায়কদের ১ মাসের বেতন দিতে নির্দেশ নেত্রীর!

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক থাবা বসিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে। ইতিমধ্যে এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন ৭০০ বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৮ জনের। যদিও পরিস্থিতি কিছুটা ভাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখনও পর্যন্ত বঙ্গে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবং ১২ ঘণ্টার মধ্যে নতুন করে এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায় নি।

এই মারণ ভাইরাস মোকাবিলা করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সহ গোটা দেশ জুড়ে যে লকডাউন চলছে তাকে তিনি সমর্থন জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে ইতিমধ্যে তিনি কড়া নির্দেশ দিয়েছেন। নিজে হাতে খাবার বিলি করছেন। বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছেন। যাতে গরিব মানুষরা এই লকডাউনের সময় খাদ্য কষ্টে না পড়েন। সব মিলিয়ে বলা যায় একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার করোনা মোকাবিলায় নিজের দলীয় মন্ত্রী বিধায়কদের  মাসের বেতন স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে দেওয়ার আবেদন জানাল তৃণমূল নেত্রী। তৃণমূলের তরফে সংগঠনের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই নির্দেশ জারি করেন। এই নির্দেশে বলা হয়েছে,  বিধায়ক মন্ত্রীরা তাদের একমাসের বেতন ও অন্যান্য ভাতা কেটে নেওয়ার জন্য বিধানসভার এসবিআই শাখাকে লিখিত ভাবে জানাবেন। সেই টাকা বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের ফান্ডে জমা পড়বে। পরে সেই টাকা একত্রিত ভাবে মুখ্যমন্ত্রীর তৈরি করা ইমারজেন্সি ফান্ডে জমা দেওয়া হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.