করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস ত্রাস সৃষ্টি করেছে বিশ্বজুড়ে; এখন পর্যন্ত আক্রান্ত ৫ লাখের বেশি, মারাগেছেন ২১ হাজার। ভারত পুরো দেশ কে লক ডাউন করে ঠেকানোর চেষ্টা করছে করোনা ভাইরাস কে। এখন পর্যন্ত এদেশে ১৮ জন নাগরিক ও দুই বিদেশি সহ মারা গেছেন ২০ জন মানুষ। আক্রান্ত ৭২৪ জন। আর এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ২৪ ঘন্টা ধরে তাঁর হালকা জ্বর এবং গলা ব্যাথা হচ্ছিল। করোনা হয়েছে কিনা সেই সন্দেহে নিজেকে আইশোলেট করে নিয়ে স্বাস্থ সচিব কে তিনি বলেন তাঁর পরীক্ষা করাতে। কিছুক্ষন আগে এসেছে সেই পরিক্ষার রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে তাঁর শরীরে কোভিড ১৯ পজিটিভ।

No comments