Header Ads

ভারতে ফের করোনার বলি, মৃতের সংখ্যা বেড়ে ১৮

নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসছে ভারতে। সেই আতঙ্ক কম-বেশি সব রাজ্যে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বহু মানুষের প্রাণ গিয়েছে। ১৪ ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই লকডাউনের পরেও গতকাল একদিনে ৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।  সংখ্যাটা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
মানে একদিনে এর আগে দেশে এত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। ফলে বলাই চলে, ভারতে ক্রমে তার থাবা বসান শুরু করেছে করোনাভাইরাস। যেভাবে দেশের প্রশাসন সংক্রমণ রোধ করতে চেয়েছে, তার ফলে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় সংক্রমণের সংখ্যা কম থাকলেও, ধীরে ধীরে সংখ্যা প্রায় ৭০০ ছুঁয়েছে। এদিকে খবর মিলেছে আজ করোনা আক্রান্ত হয়ে কর্ণাটকের টুমকুরে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের।  এর ফলে এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.