Header Ads

জনতা কার্ফুর জের, মায়ের শ্রাদ্বানুষ্ঠান বাতিল করল মেয়ে।

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ জনতা কার্ফুর জের। মায়ের শ্রাদ্বানুষ্ঠান বাতিল করল মেয়ে। জানা গিয়েছে, গত ১০ ই মার্চ মারা যান অনিমা রানী চৌধুরী। আগামী রবিবার তার শ্রাদ্ধানুষ্ঠানের দিন ধার্য করা হয়েছিল। মৃতা অনিমা রানী দেবীর মেয়ে ঝুনু সাহা জানান, দেশের স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবিবার শুধুমাত্র শ্রাদ্ধের নিয়ম রক্ষা করা হবে। পরবর্তী আনুষাঙ্গিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, যেহেতু অধিক জমায়েতের কারণে করোনা ভাইরাস ছড়াতে পারে, সেই কারণেই সরকারের নির্দেশ ও দশের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী রবিবার ২২ মার্চ সকাল৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গতকাল বলেন, 'জনতা কার্ফু মানে জনতার জন্য জনতার উপর আরোপিত কার্ফু।' ঐ দিন সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মানুষ বাইরে বেরবে না, নিজের নিজের ঘরে থাকবে। আজ জাতীর উদ্দেশে ভাষণে এই আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন 'আগামী কয়েক সপ্তাহ বাড়ি থেকেই কাজ করার চেষ্টা করুন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরবেন না।' তাঁর কথায়, কেউ যদি মনে করেন যে আপনি ঠিক আছেন, আপনার কিছু হবে না। এই ভেবে যদি সব জায়গায় ঘোরাফেরা করেন, তাহলে আপনি ঠিক নন।
আপনি আপনার পরিবারের সঙ্গে অন্যায় করবেন। এছাড়া তিনি আরও বলেন সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে, আর বেসরকারি সংস্থার মালিকদের কাছে মানবিকতার খাতিরে অনুপস্থিত কর্মীদের মাইনে না কাটারও আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি খাদ্যশস্য নিয়েও সবাইকে আশ্বস্ত করেন তিনি। দেশে যথেষ্ট পরিণাম খাদ্য মজুত রয়েছে তাই এই বিষয়ে ভয়ের কিছু নেই বলেও উল্লেখ করেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.