প্রয়াত বিখ্যাত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়!
নজরবন্দি ব্যুরো: দীর্ঘ রোগভোগের পর ৮৩ বছর বয়সে ঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তী ফুটবলার তথা কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই ফুটবলার।
শেষ কয়েক বছর ধরেই হুইলচেয়ার ছিল তাঁর সঙ্গী। বাইরের অনুষ্ঠানে যাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলেন তিনি। মাঝে হাসপাতালে ভর্তি হলেও ফিরেছিলেন বাড়িতে। কিন্তু এবার আর ফিরলেন না।
বেশ কিছুদিন ধরেই তাঁর অবস্থা সংকটজনক ছিল। সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পিকে বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু এদিন শেষ হল যুদ্ধ।
পিকে র মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ফুটবল মহলে। শুধু ফুটবলার হিসেবেই নয় কোচ হিসেবেও ভারতীয় ফুটবল তথা কলকাতা ক্লাব ফুটবলকে সমৃদ্ধ করেছিলেন তিনি।
শেষ কয়েক বছর ধরেই হুইলচেয়ার ছিল তাঁর সঙ্গী। বাইরের অনুষ্ঠানে যাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলেন তিনি। মাঝে হাসপাতালে ভর্তি হলেও ফিরেছিলেন বাড়িতে। কিন্তু এবার আর ফিরলেন না।
পিকে র মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ফুটবল মহলে। শুধু ফুটবলার হিসেবেই নয় কোচ হিসেবেও ভারতীয় ফুটবল তথা কলকাতা ক্লাব ফুটবলকে সমৃদ্ধ করেছিলেন তিনি।

No comments