Header Ads

সব পথ বন্ধ, আর মাত্র কয়েক ঘন্টা; রাত পোহালেই ফাঁসি নির্ভয়ার দোষীদের।


নজরবন্দি ব্যুরো: সব অপেক্ষার শেষে আগামীকাল ফাঁসি হচ্ছে নির্ভয়ার চার দোষীদের। অপরাধীদের ফাঁসি তিহার জেলে শুক্রবার দেওয়া হচ্ছে। ফাঁসির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তিহারের তিন নম্বর জেলে, বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট তখন গুপ্তার কিউরেটিভ পিটিশন খারিজ করেছে। আর কিছুক্ষন পর ভোর ৫.৩০ মিনিটে ফাঁসি কার্যকর করার কথা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির মুনিরকা এলাকায় চলন্ত বাসের ভেতরে ২৩ বছরের প্যারামেডিকেল এর ছাত্রী নির্ভয়াকে নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল এই চার যুবক।
এই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছিল বিক্ষোভ মিছিল। ২০১৭ সালেই ৪ জনকে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মুকেশ, পবন গুপ্তা, বিনয় শর্মা ও আকাশ কুমার ফাঁসি না হওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু ২০১৭ সালের সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দেয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.