আপনি কি করোনা আক্রান্ত? কিভাবে বুঝবেন! কি করবেন? জানালেন ডা. দেবী শেঠি।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের আতঙ্কে দিন কাটানোর থেকে নিজেই নিজেকে বোঝার পরামর্শ দিয়েছেন স্বনামধন্য ডাক্তার দেবী শেঠি। তিনি জানিয়েছেন, যদি কারও সর্দি বা জ্বর থাকে তাহলে অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিন। তিনি কিছু লক্ষন কে পর্যবেক্ষণ করার কথা উল্লেখ করেছেন যেমন ১) প্রথমদিন শুধু ক্লান্তি আসবে এবং সেটা বাড়তে থাকবে দ্বিতীয় দিন পর্যন্ত। ২) তৃতীয় দিনে হালকা জ্বর আসবে সাথে গলা ব্যাথা আর কাশি হবে, এটা চলবে পঞ্চমদিন পর্যন্ত। ৩) পঞ্চম দিনে মাথা যন্ত্রনা শুরু হবে, হতে পারে পেটের সমস্যাও। ৪) ষষ্ঠ দিনে গা ব্যাথার পরিমান বাড়বে এবং খুব ক্লান্ত লাগবে। তবে কমবে মাথার যন্ত্রনা। পেট খারাপ ডায়েরিয়ার পর্যায়ে চলে যেতে পারে। এটা চলবে অষ্টম দিন পর্যন্ত। ৫) অষ্টম ও নবম দিনে অনেক সুস্থ হয়ে যাবেন আপনি।
সর্দি-কাশি ছাড়া প্রায় সব উপসর্গই চলে যাবে। তিনি উল্লেখ করেন নবম দিনে যদি সুস্থ বোধ করেন তাহলে বুঝবেন আপনার শরীরে অ্যান্টিবডি তৈরী হয়ে গেছে এবং করোনা ভাইরাস আপনার ওপর প্রভাব বাড়াতে পারবে না। তবে তিনি স্মরন করিয়ে দিয়েছেন, যদি নবম দিনে উপসর্গ কমার বদলে বেড়ে যায় তাহলে অবশ্যই হেল্প লাইনে ফোন করে নিজেকে পরীক্ষা করাতে হবে।তিনি আরও বলেছেন ভারতের হাতে করোনা পরীক্ষা করার মাত্র দেড় লক্ষ কিট রয়েছে যা দিয়ে দেড় কোটি মানুষের পরীক্ষা হওয়া সম্ভব। তাই জ্বর হলেই করোনা ভেবে পরীক্ষা করানোর দরকার নেই বরং সতর্ক থেকে উপসর্গ লক্ষ করা দরকার।
সর্দি-কাশি ছাড়া প্রায় সব উপসর্গই চলে যাবে। তিনি উল্লেখ করেন নবম দিনে যদি সুস্থ বোধ করেন তাহলে বুঝবেন আপনার শরীরে অ্যান্টিবডি তৈরী হয়ে গেছে এবং করোনা ভাইরাস আপনার ওপর প্রভাব বাড়াতে পারবে না। তবে তিনি স্মরন করিয়ে দিয়েছেন, যদি নবম দিনে উপসর্গ কমার বদলে বেড়ে যায় তাহলে অবশ্যই হেল্প লাইনে ফোন করে নিজেকে পরীক্ষা করাতে হবে।তিনি আরও বলেছেন ভারতের হাতে করোনা পরীক্ষা করার মাত্র দেড় লক্ষ কিট রয়েছে যা দিয়ে দেড় কোটি মানুষের পরীক্ষা হওয়া সম্ভব। তাই জ্বর হলেই করোনা ভেবে পরীক্ষা করানোর দরকার নেই বরং সতর্ক থেকে উপসর্গ লক্ষ করা দরকার।

No comments