Header Ads

করোনা পরিস্থিতিতে শত্রুদেশের আক্রান্তদের আশ্রয়, আমেরিকাকে মনবতার শিক্ষা দিল কিউবা

নজরবন্দি ব্যুরোঃ আমাদের একাটাই পরিচয় আমরা মানুষ। আর মানবতাই আমাদের ধর্মের নাম। যুগ যুগ ধরে বিশ্বের মনিষীরা এই শান্তির ললিত বাণী শুনিয়ে এসেছেন। কেউ যতই শত্রু হোক না কেন মৃত্যুর মুখ থেকে তাঁকে বাঁচানোর দায় আরেকটা মানুষেরই। এটাই মনবতার পরিচয়। আর করোনায় চরম বিপদের দিনেও শত্রু দেশের নাগরিকদের প্রতি ভাইয়ের মত আচরণ করে মানবতার নজির গড়ল সমাজতান্ত্রিক কিউবা৷ সম্প্রতি 'এমএস ব্রেমার' নামে একটি ব্রিটিশ জাহাজ কিছু আমেরিকান যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিল। কিন্তু জাহাজে থাকা পাঁচ আমেরিকান যাত্রী করোনায় আক্রান্ত হন। আর গোটা বিশ্বের কাছে বড় আতঙ্ক এই করোনা। ফলত কোন দেশই আমেরিকার ওই জাহাজকে বন্দরে নোঙর করতে দিচ্ছিল না। সেই আবহে বিনা চিকিৎসায় জাহাজে বন্দি ছিলেন পাঁচ জন।
জানাজটি ক্যারিবিয়ান উপসাগরে ভেসে বেড়াচ্ছিল। সব দেশই যখন জাহাজটিকে বন্দরে ভিড়তে অস্বীকার করে তখন সেই খবর পেয়ে তৎপর হয়ে ওঠে কিউবা সরকার৷ জাহাজটিকে তাঁদের দেশের বন্দরে নিয়ে আসা হয়। ওই পাঁচ যাত্রীকে উদ্ধার করে আইসোলেশনে রেখে শুরু করেন সে দেশের চিকিৎসকরা। প্রসঙ্গত, এক সময় কিউবার বিপ্লবী সরকারকে ফেলে দিতে উঠে পড়ে লেগেছিল আমেরিকা। এমনকি ইংল্যান্ডের সহযোগিতায় কিউবার অর্থনীতির উপর প্রবল চাপ তৈরি করে আমেরিকা। সেই থেকেই কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। এহেন শত্রু দেশের করোনা আক্রান্ত পাঁচ নাগরিক সহ আমেরিকার জাহাজকে নিজেদের দেশে নামতে দিয়ে নজির গড়ল কিউবা। আর মনবতার শিক্ষা দিল গোটা বিশ্বকে। এই প্রসঙ্গে কিউবার রাষ্ট্রীয় মুখপাত্র জানিয়েছেন করোনা রুখতে সবাইকে হাতে হাত মিলিয়ে এক হয়ে কাজ করতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.