অবশেষে সুবিচার, নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীর ফাঁসি
নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষায় ছিল প্রায় গোটা দেশ। অবশেষে, অপরাধের সাত বছর পর, দিল্লির তিহাড় জেলে আজ সকাল হতেই ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল দিল্লির নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীকে। মৃত্যুদণ্ড কার্যকর হল মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের।কাঁটায় কাঁটায় সাড়ে পাঁচটায় ট্রিগার টেনে একসঙ্গে চার অভিযুক্তের ফাঁসি দেন ফাঁসুড়ে পবন। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় প্রতি আসামি পিছু ১২ জন করে সশস্ত্র পুলিশ কর্মীর প্রহরায় সকাল সওয়া পাঁচটায় সেলের বাইরে আনা হয় তাদের।
পায়ে বেড়ি পরানোর পাশাপাশি মুখ ঢেকে দেওয়া হয় কালো কাপড়ে। তার আগে আরও একবার শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়। ফাঁসির মঞ্চের পাশে হাজির ছিলেন চিকিত্সক, ম্যাজিস্ট্রেট, সুইপার এবং জল্লাদ ছাড়াও ৪৮ জন নিরাপত্তাকর্মী। ঠিক সাড়ে পাঁচটায় জেলার ঘড়ি দেখে হাত থেকে মাটিতে ফেলে দেন সাদা রুমাল। সঙ্গে সঙ্গেই লিভার টেনে চারজনের ফাঁসি সম্পন্ন করেন পবন ।

No comments