বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিনামূল্যে চাল দেবে রাজ্য
নজরবন্দি ব্যুরো: করোনা নিয়ে আতঙ্কিত গোটা পৃথিবী। মহামারী রুখতে ফের একবার জনমোহিনী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার জেরে নিম্নবিত্তের হেঁসেলে যাতে না টান পড়ে, তা নিশ্চিত করতে এবার দু-টাকা কিলোতে চাল দেওয়ার বদলে এখন থেকে বিনামূল্যে চাল দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকার ২ টাকা কেজির চাল সম্পূর্ণ বিনামূল্যে দেবে রাজ্য সরকার। যেহেতু করোনা ভাইরাসের জেরে অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়েছে এবং নিম্নবিত্ত মানুষের উপার্জনেও টান পড়ছে, সেই কথা মাথায় রেখে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মুহূর্তে মাসে পাঁচ কেজি করে চাল এবং গম ২ টাকা কিলো দরে উপভোক্তাদের দেওয়া হবে।
দরকার মতন রাজ্য সরকারি অফিসে কর্মীদের উপস্থিতি যথাসম্ভব কমিয়ে ফেলা হবে। ই অফিসের মাধ্যমে কাজ চালাবে রাজ্য সরকার। পঞ্চাশ শতাংশ কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে অফিসে এনে কাজ করানো হবে।
আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকার ২ টাকা কেজির চাল সম্পূর্ণ বিনামূল্যে দেবে রাজ্য সরকার। যেহেতু করোনা ভাইরাসের জেরে অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়েছে এবং নিম্নবিত্ত মানুষের উপার্জনেও টান পড়ছে, সেই কথা মাথায় রেখে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মুহূর্তে মাসে পাঁচ কেজি করে চাল এবং গম ২ টাকা কিলো দরে উপভোক্তাদের দেওয়া হবে।

No comments