এবার করোনায় আক্রান্ত ড্যানিয়েল,ভাইরাল ভিডিও
নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 'হেল বয়' এর অভিনেতা ড্যানিয়েল ডে কিম। আবার এক হলিউড অভিনেতার করোনার থাবায় আক্রান্ত। ৫১ বছরের এই অভিনেতা ড্যানিয়েল নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এই কথাটি শেয়ার করেন।তার এই করোনার আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় আসার পর চাঞ্চল্য ছড়ায়। তিনি বাইরে ছিলেন কয়েকদিন আগেই দেশে ফিরেই তিনি করোনা টেস্ট করেন। আর সেই টেস্ট পজেটিভ দেখায়। একটি সিরিজের শুটিং করতে গিয়ে তিনি নিউইয়ার্কে যান। সিরিজে তিনি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
গল্প ছিল এমনই এক মহামারী ভাইরাস নিয়ে। এই সিরিজের শুটিং শেষ করে বাড়ি ফিরে তার শরীরে অস্বস্তি বোধ শুরু হয়। তিনি করোনা পরীক্ষা করান। আপাতত অভিনেতা হোম কোয়ারান্টিনে আছেন। হলিউডের বেশ কয়েকজন আতঙ্কিত হয়েছে।হলিউডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফ এবার তাদের মধ্যে নাম লিখেছেন ড্যানিয়েল ডে কিম।এছাড়া গত কালই জানা গেছে ভারতীয় বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী ইন্দিরা ভার্মা করোনা ভাইরাসের থাবায় পড়েছেন। ড্যানিয়েল ডে কিম এর ভিডিওটি দেখতে হলে নীচের লিংকে ক্লিক করুন।
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.instagram.com%2F_u%2Fdanieldaekim%2F%3Futm_source%3Dig_embed%26ig_mid%3DA8951F15-EA8D-4EF2-806F-D40C11558172%26fbclid%3DIwAR2fOaZSVIo7qIv09KI-5n8VJZBfXRAXREhli2UYYquIexQ2td0C525rjK4&h=AT1szeDgPfqSG5iDw88qJQkqlKKHjCHnInzqNH-sxkiQWnO2wg6RPzX5a_sDxJHjBie2zz8RxnjPw6euDGfJa_05YHtVsBURpExHQzcMbcfT0O54VosF47HorghvtnSQ5o8u
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.instagram.com%2F_u%2Fdanieldaekim%2F%3Futm_source%3Dig_embed%26ig_mid%3DA8951F15-EA8D-4EF2-806F-D40C11558172%26fbclid%3DIwAR2fOaZSVIo7qIv09KI-5n8VJZBfXRAXREhli2UYYquIexQ2td0C525rjK4&h=AT1szeDgPfqSG5iDw88qJQkqlKKHjCHnInzqNH-sxkiQWnO2wg6RPzX5a_sDxJHjBie2zz8RxnjPw6euDGfJa_05YHtVsBURpExHQzcMbcfT0O54VosF47HorghvtnSQ5o8u

No comments