Header Ads

করোনার থাবায় উজাড় ইতালি; মৃত্যু মিছিল ছাপিয়ে গেল চীন কে! #Covid19

নজরবন্দি ব্যুরোঃ চীনের ইউহান প্রদেশ থেকে করোনা ছড়ালেও পরে তাঁর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে  ইউরোপের ইতালি। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে ইতালিতে কোভিড ১৯ সংক্রামিতের সংখ্যা প্রায় ৪১ হাজার। মারা গেছেন ৩৪০৫ জন! শুদু গতকালই মৃত্যু হয়েছে ৪২৭ জনের।
অন্যদিকে অনেকটাই স্বাভাবিক চীন। গত দুদিনে নতুন করে কেউ সংক্রামিত হননি সেদেশে। চীনে এখন পর্যন্ত সংক্রামিতের সংখ্যা ৮১১৭৪ জন, যার মধ্যে মারা গেছেন ৩২৭৫ জন।
ইতালির পরিস্থিতি মোকাবিলা করার জন্যে চীন একটি ডাক্তারদের দল পাঠিয়েছে ইতালি-তে। প্রতিনিধি দল জানিয়েছে ইতালি সরকার সেদেশে লক ডাউন ঘোষণা করলেও জনগন তা মানেননি সে জন্যেই বিপত্তি বাড়ছে।উল্লেখ্য, সংক্রমণ রুখতে গত ১২ মার্চ লকডাউন ঘোষণা করে ইটালি সরকার। অনির্দিষ্টকালের জন্য সেই লক ডাউন চলছে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.