Header Ads

বর্ধিত বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস! দ্রুত সমস্যার সমাধান

নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন, তৃণমূল সরকারের আমলে শিক্ষকরা মাসের প্রথম দিনে বেতন পান। কিন্তু রাজ্য সরকারের সেই উদ্যোগ এখন প্রশ্নের মুখে। বঞ্চিত হলেন রাজ্যের কমপক্ষে ২ লক্ষ শিক্ষক। এমনটাই অভিযোগ। এবার মাসের প্রথম দিনে বেতন হল না শিক্ষকদের একটা বড় অংশের। মার্চ মাস শুরু হয়ে গেলেও অ্যাকাউন্টে এখনও ঢোকেনি বর্ধিত বেতনের টাকা। এখনও শিক্ষকরা কেনও বেতন পেলেন না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে।
ইতিমধ্যে এই সমস্যা সমাধান যাতে হয় তার জন্য খোঁজ নিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষকদের অপেক্ষা করার বার্তা মন্ত্রীর। অভিযোগ আছে, সমস্ত স্তরের শিক্ষকরা বেতন এখনও হাতে পাননি। ফেব্রুয়ারি মাসের বেতন হাতে না পেয়ে ক্ষুব্ধ শিক্ষকদের একটা বড় অংশ।
তৃণমূল সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের শিক্ষকদের মাস পয়লা বেতন দেওয়ার ব্যবস্থা চালু করে। আর এই নিয়ে ডাক-ঢোল পিটিয়ে প্রচার করে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। কিন্তু এই প্রথম আর্থিক বছর শেষ হওয়ার আগের মাসে বেতন বিভ্রাট দেখা দিল স্কুল শিক্ষকদের ক্ষেত্রে।
ফেব্রুয়ারি মাসের বর্ধিত বেতন এখনও পর্যন্ত সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষকরা হাতে পায়নি বলে অভিযোগ। এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সমস্ত শিক্ষকরা। বেতন হাতে পাননি প্রায় ২ লক্ষ শিক্ষক। ঠিক কি কারণে বেতন বিভ্রাট, তা নিয়ে কোনও স্পষ্ট কিছু জানা যায় নি। যদিও দ্রুত সমস্যা মেটানোর কাজ চলছে বলে খবর। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.