মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা না করতে মাঠে নামলো ইস্টবেঙ্গল!
নজরবন্দি ব্যুরোঃ কথা ছিল মুখ্যমন্ত্রীর সাথে আই লিগের ভবিষ্যত ঠিক করতে ফের আলোচনায় বসবেন ৩০ মার্চ। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশন কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, এই মরশুমে আই লিগের কোনও ম্যাচ হবে না। এএফসি ইতিমধ্যেই স্বীকৃতি দিয়ে দিয়েছে। তাই মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে অসুবিধা নেই ফেডারেশনের। কিন্তু এই অবস্থায় মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সরকারি ঘোষণা পিছিয়ে দিতে আসরে নামল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে সবার ধরাছোঁয়ার বাইরে সবুজ-মেরুন।
ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল আর এএফসি সচিবকে চিঠি লিখেছেন ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার। সেই চিঠিতে তিনি বলেছেন দেবব্রত সরকারের সঙ্গে আলোচনায় প্রফুল্ল প্যাটেল জানিয়েছিলেন যে মরশুমের শেষেই অর্থাত্ মে মাসে চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হবে। তাহলে এখনি কেন তা ঘোষণা করা হচ্ছে? তাই তিনি দাবি করেছেন ফেডারেশনের ট্র্যাডিশন মেনে মরশুমের শেষে আই লিগ চ্যাম্পিয়ন দল,রানার্স আপ দল আর অবনমন হওয়া দলের নাম ঘোষণা করে।


No comments