করোনায় মৃতের সংখ্যা বিশ্বজুড়ে ১০ হাজার, ভারতে বেড়ে ৫!
নজরবন্দি ব্যুরো : করোনা আতঙ্ক উত্তরোত্তর বেড়েই চলেছে গোটা বিশ্বজুড়ে। আজ অব্দি মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজারের বেশি। আক্রান্ত দুই লক্ষের বেশি। আতঙ্ক বেড়ে চলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে। কলকাতায় দ্বিতীয় আরেক তরুনের শরীরে মিলেছে করোনার ভাইরাস। জয়পুরে করোনা আক্রান্তের এক ইতালিয় মৃত্যু হয়েছে। ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। দিল্লি সরকার রাজ্যের সমস্ত শপিংমল বন্ধ করার নির্দেশ দিয়েছে। মুম্বাই পুনে ত নাগপুর কে লকডাউন করার ঘোষণা করা হয়েছে। লন্ডন ফেরত ওই তরুণের জ্বর সর্দি-কাশি দেখা দেওয়ায় তাকে গৃহবন্দি করে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
পরিস্থিতির অবনতি হওয়ায় বেলেঘাটা হসপিটালে ভর্তি করানো হয়েছে। তরুনের সোয়াপ টেস্টের নমুনা পাঠানো হয়েছে নাইসেডে।শুক্রবার টেস্টের রিপোর্ট অাশায় চিকিৎসকেরা জানায় তরুন কভিড ১৯ এর স্বীকার হয়েছে। এই মুহূর্তে তরুণকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার দুই সহপাঠীয় করোনায় আক্রান্ত।একজন চন্ডীগড় ও অন্য জনকে ছত্রিশগড়ে হাসপাতালে ভরতি।কলকাতা শহরে ১৭ হাজার মানুষকে গৃহবন্দী করা হয়েছে।রবিবার মোদি সরকার জনতা কারফিউ জারি করেছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় বেলেঘাটা হসপিটালে ভর্তি করানো হয়েছে। তরুনের সোয়াপ টেস্টের নমুনা পাঠানো হয়েছে নাইসেডে।শুক্রবার টেস্টের রিপোর্ট অাশায় চিকিৎসকেরা জানায় তরুন কভিড ১৯ এর স্বীকার হয়েছে। এই মুহূর্তে তরুণকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার দুই সহপাঠীয় করোনায় আক্রান্ত।একজন চন্ডীগড় ও অন্য জনকে ছত্রিশগড়ে হাসপাতালে ভরতি।কলকাতা শহরে ১৭ হাজার মানুষকে গৃহবন্দী করা হয়েছে।রবিবার মোদি সরকার জনতা কারফিউ জারি করেছে।

No comments