Header Ads

করোনা আতঙ্কের মাঝে গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রীর, দু-মাসের পেনশন অগ্রিম দেবার সিদ্ধান্ত

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত গোটা পৃথিবী। অর্থনীতিতে এসেছে বড় রকমের ধ্বস। আর এই ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গোটা পৃথিবীতে আক্রান্তও হয়েছেন কয়েক লাখ মানুষ।
১৪ ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লকডাউনের পরেও একদিনে ৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল গোটা দেশে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০। মৃত্যু হয়েছে ১৭ জনের।
এ হেন পরিস্থিতিতে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের দু-মাসের পেনশন অগ্রিম দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের সব দফতরের পেনশন ভোগীরা এপ্রিল ও মে মাসের পেনশন অগ্রিম পাবেন। ইতিমধ্যেই নবান্ন থেকে চিঠি পৌঁছে গিয়েছে সব দফতরে। এর জন্য ১ হাজার ১৬৪ কোটি টাকা বাজেট বরাদ্দ করল রাজ্য সরকার। করোনা আটকাতে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পদক্ষেপ করেছেন তিনি। নিজে খতিয়ে দেখছেন পরিস্থিতি।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.