Header Ads

করোনা মোকাবিলায় দেশবাসীকে ঘরেই থাকার অনুরোধ মোঃ সামির।

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। সমস্ত দেশবাসীকে এই কদিন ঘরেই থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাকে সমর্থন জানিয়ে এবার দেশবাসী কে ভিডিও ম্যসেজ দিলেন ভারতীও পেস বোলার মোঃ সামি। নিজের টুইটারে তিনি বলেছেন শুধু ঘরে থেকেই আপনি দেশের হিরো হতে পারবেন।
 নিজের পোস্টে #GharBaithoIndia লিখে তিনি জানিয়েছেন, 'বাড়িতেই থাকুন। দেশ এখন সংকটে। আর এই মুহূর্তে ঘরে থাকাই সবচেয়ে জরুরি। যাঁরাই ঘরে থাকছেন তাঁরাই দেশের হিরো। হিরো হওয়া এত সোজা নয়। ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং ঘরেই থাকুন, ধন্যবাদ।' ভিডিও টি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://twitter.com/MdShami11/status/1243248329942695936

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.