Header Ads

বাজার খুলতেই উপচে পড়া ভিড়, আতঙ্কে গোটা রাজ্য

নজরবন্দি ব্যুরো: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৫!বাইরের দেশ ঘুরে আসা মানুষের থেকেই দেশে ছড়িয়েছে করোনা। কিন্তু ইতিমধ্যেই বিদেশ সংযোগহীন ২ জন আক্রান্ত হয়েছে! দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে করোনা আতঙ্ক ঢুকে পড়েছে বাংলার মানচিত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচী ঘোষণা করেছেন, নিজে সামনে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসা ট্রেন বন্ধের অনুরোধে রেলমন্ত্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এবার ভিন রাজ্য থেকে আসা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হল। শনিবার মধ্যরাত থেকে আর ভিন রাজ্যের বাস ঢুকতে দেওয়া হবে না বাংলায়।


করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতায় লকডাউন করার সুপারিশ করা হয়েছে। গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৭৫ জেলায় লকডাউন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের প্রস্তাব কেন্দ্র দিয়েছে বলে খবর। আজ সোমবার বিকেল ৫টায় লকডাউন হতে চলেছে

এদিন সকালে বাজার খুলতেই লকডাউনের আগে বাড়িতে খাদ্য সামগ্রী মজুত করার হুড়োহুড়ি সাধারণ মানুষের মধ্যে। সোমবার সকাল হতেই সব্জি বাজার থেকে শুরু করে মুদিখানার দোকানে উপছে পড়েছে ভিড়। যে যেমন পারছেন, খাবার মজুতের চেষ্টা করে চলেছেন। চাল-ডাল-আলু-পিঁয়াজ-তেল-মশলার পাশাপাশি মাছ-মাংসের দোকানেও এ দিন ভালই ভিড় দেখা গিয়েছে। গড়িয়া থেকে গড়িয়াহাট, বেহালা থেকে বেলেঘাটা-শহরের সর্বত্রই একই চিত্র। আজ সোমবার বিকেল ৫টায় লকডাউন হতে চলেছে। যদিও সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, মানুষের নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রী পেতে কোনও অসুবিধা হবে না। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.