Header Ads

আতঙ্কে গোটা দেশ; আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৫

নজরবন্দি ব্যুরো: দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮, আর এই মুহূর্তে আক্রান্ত বেড়ে ৪১৫।  আক্রান্তের সংখ্যা পাল্লা-দিয়ে বেড়েছে রাজ্যেও, এখন পর্যন্ত কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭ জন।
বঙ্গে গতকাল তিন জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।
এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৭ জন। কলকাতার তৃতীয় আক্রান্ত বালিগঙ্গের বাসিন্দার বাবা মা এবং বাড়ির পরিচালিকার দেহে ধরা পড়েছে করোনার সংক্রমন। উল্লেখ্য, যুবক ১৩ই মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি। ১৭ তারিখে ভর্তি করা হয় বেলে ঘাটা আইডি তে। তাঁর ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
এখন দেখার তাঁদের শরীরেও করোনা ভাইরাস বাসা বেধেছে কিনা।
ইউরোপীয় দেশগুলোর মতো যাতে সংক্রমণ হু হু করে ছড়িয়ে না পড়ে, তার জন্য রাজ্যে, শহরে লকডাউন, শাটডাউনের মতো পদক্ষেপ করছে প্রশাসন। আংশিক লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান এবং বিহার, পঞ্জাব। মুম্বই সম্পূর্ণ শাটডাউন। দিল্লিতেও একই রকম পরিস্থিতি। এই রাজ্যও শাটডাউন হতে চলেছে আর কয়েক ঘন্টা পর থেকে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.