Header Ads

শুধু মাত্র লকডাউন করলেই কি পরাস্ত হবে করোনা? কি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ? জানুন

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় একে রুখতে এরই মধ্যে সব দেশেরই বড় শহরগুলো লকডাউন করা হয়েছে। সেখানে গণপরিবহন, হোটেল, রেস্তোরাঁ, বিমানবন্দর, শপিংমল, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটনকেন্দ্র বন্ধ রেখে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে ঘরে থাকতে, কিন্তু এর পরও কোনোভাবেই করোনাকে পরাস্ত করা যাচ্ছে না। এ রকম উদাহরণ রয়েছে রাজধানী রোম ও মাদ্রিদসহ অনেক শহর লকডাউন থাকার পরেও করোনার প্রকোপ ছড়িয়েছে। ঠিক এমন অবস্থায় বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিশেষজ্ঞ মাইক রায়ান।
মাইক রায়ান জানিয়েছেন, ‘করোনা ঠেকাতে শুধু ‘লকডাউন’ যথেষ্ট নয়, এই ভাইরাস নির্মূল করার জন্য ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং এদের সঙ্গে যোগাযোগ আছে এমন মানুষদের আইসোলেট করে রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘যদি আমরা এখনই শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ না করি তাহলে লকডাউনের মতো নির্দেশনাগুলো তুলে নিলে রোগটি আবারো লাফিয়ে লাফিয়ে বাড়বে।’ তাই শুধু লকডাউন করেই সমস্যার সমাধান হবে না। তার সাথে দরকার এই জীবাণু বহনকারী মানুষদের খুঁজে বের করে তাঁদের চিকিৎসা করা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.