Header Ads

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার কানাডার।স্থগিত হতে পারে প্রতিযোগিতা,জানালেন খোদ জাপানের প্রধানমন্ত্রী

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পরছে, এই ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে। ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে। বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা স্থগিত হয়ে গিয়েছে একের পর এক প্রতিযোগিতা। আর তখনই প্রশ্ন উঠেছে অলিম্পিক নিয়ে।এর আগে বিভিন্ন দেশ ইতিমধ্যেই অলিম্পিক স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়ার কথা বলেছে। আর এবার আরও এক ধাপ এগিয়ে অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কানাডা।কানাডা অলিম্পিক কমিটি এবং কানাডা প্যারা অলিম্পিক কমিটি জানিয়েছে, "অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস তারা অ্যাথলিটদের পাঠাবে না ।
শুধু স্বাস্থ্যের কথা নয়, সবার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। " প্রসঙ্গত টোকিওতে ২৪ জুলাই থেকে অলিম্পিক্স এবং ২৫ জুলাই থেকে প্যারা অলিম্পিক্স শুরু হওয়ার কথা। তবে পরিস্থিতি যা, তাতে মনে করা হচ্ছে অলিম্পিক বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এতদিন অলিম্পিক আয়োজন নিয়ে অনড় থাকলেও কানাডা নাম তুলে নেওয়ায় এবার অলিম্পিক স্থগিত হয়ে যাওয়ার কথা বলছেন খোদ জাপানের প্রাোইম মিনিস্টার শিনজো আবে। এক বিবৃতিতে তিনি বলেন, "ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সকলের সঙ্গে আলোচনা হয়েছে। এবারের মতো অলিম্পিক গেমস স্থগিত করে পরের বছর করার বিষয়ে জাপান সব রকমের সাহায্য করবে। আসলে সকলের স্বাস্থ্য এবং নিরাপত্তা বিশেষ করে অ্যাথলিটদের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।" ফলে এবার বিশ্বের সব চাইতে বড় ইভেন্ট বন্ধ হবার মুখে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.