রাজ্যে লকডাউন পরিস্থিতিতে নবান্নে সর্বদল বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরোঃ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ থেকে রাজ্যের সব জেলার সদর ও পুরশহরগুলি লক ডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই আবহে খাদ্য সামগ্রী মজুদ করতে বাজারে মানুষের ঢল নেমেছে। রাজ্যের লকডাউন পরিস্থিতিতে সোমবার বিকেলে নবান্নে সর্বদল বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ভূত পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে আগামী দিনে এসব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্রের খবর এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়, বামেদের তরফে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী ও কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান এবং বিজেপির তরফে জয়প্রকাশ মজুমদার এবং সায়ন্তন বসুর।
সেই পরিস্থিতিতে রাজ্যের উদ্যোগ ও করনা মোকাবিলার একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে বাম ও কংগ্রেস একটি বিশেষ দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে চলেছে। লকডাউন থাকার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের রোজগার বন্ধ হয়ে যাবে।রাজ্য সরকার সেই সব মানুষদের কথা ভেবে আর্থিক প্যাকেজের ঘোষণা করুক। বাম ও কংগ্রেস যৌথভাবে এমনই দাবি করবে বলে সূত্রের খবর। আজ বিকেলেই নবান্নে হবে এই বৈঠক।
সেই পরিস্থিতিতে রাজ্যের উদ্যোগ ও করনা মোকাবিলার একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে বাম ও কংগ্রেস একটি বিশেষ দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে চলেছে। লকডাউন থাকার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের রোজগার বন্ধ হয়ে যাবে।রাজ্য সরকার সেই সব মানুষদের কথা ভেবে আর্থিক প্যাকেজের ঘোষণা করুক। বাম ও কংগ্রেস যৌথভাবে এমনই দাবি করবে বলে সূত্রের খবর। আজ বিকেলেই নবান্নে হবে এই বৈঠক।
কোন মন্তব্য নেই