Header Ads

বিদেশ থেকে ফিরেই সেলফ আইসোলেশনে গেলেন সাকিব ও সাঙ্গকরা

নজরবন্দি ব্যুরোঃ কোভিড-১৯ মহামারির কারণে সারা বিশ্বই থমকে আছে। বিভিন্ন দেশের সরকারগুলো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ক্রীড়া বিশ্বেও ব্যাপক প্রভাব পড়েছে এই মারণ ভাইরাসের প্রভাবে। সংক্রমণ থেকে বাঁচতে একের পর এক সেলফ আইসোলেশনে যাচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার সেলফ আইসোলেশনে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গকরা।সম্প্রতি আমেরিকায় গিয়েছেন সাকিব আল হাসান। আমেরিকা পৌছেই কোনও ঝুঁকি না নিয়ে ১৪ দিনের সেলফ আইসোলেশনে যান সাকিব। সুরক্ষার কথা ভেবে নিজের মেয়ে ও স্ত্রীর সঙ্গেও দেখা করছেন না তিনি।
ওপর দিকে ইংল্যান্ড থেকে ফিরে সরকারের গাইডলেন মেনে আইসোলেশনে আছেন। তিনি জানিয়েছেন, 'করোনা ভাইরাস নিয়ে আমার মাথাব্যথা করার কিছু ছিল না। দেহে উপসর্গ ছিল না। তবু আমি গাইডলাইন মেনে চলার চেষ্টা করছি। লন্ডন থেকে এক সপ্তাহ আগে দেশে ফিরেছি। সরকার থেকে বলা হয়েছিল, ১-১৫ মার্চের মধ্যে যারা ইউরোপ থেকে দেশে ঢুকবে, তাদের এ নিয়ম মেনে চলতে হবে। তাই গাইডলাইন মানছি। আমি কেন এর বাইরে থাকব। দেশে ফিরে প্রথমে পুলিশের কাছে নাম রেজিস্ট্রি করেছি। তারপর কোয়েরান্টাইনে গিয়েছি।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.