‘গোলি মারো’ শ্লোগান নিয়ে রাজ্যের পুলিশকে তুলোধোনা সিপিএম নেতা সেলিমের
নজরবন্দি ব্যুরোঃ বিজেপির মিছিলে উঠল ‘গোলি মারো’ স্লোগান। আর তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের পাশাপাশি রাজ্যের পুলিশকে কড়া ভাষায় তোপ দাগলেন সিপিআইএম নেতা তথা সাংসদ মহম্মদ সেলিম। সেলিম বলেন রাজ্যের মাটিতে দাঁড়িয়ে পুলিশের সামনেই উঠল ‘গোলি মারো’ স্লোগান। আর পুলিশ ও মুখ বুজে হজম করে নিল এই শ্লোগান।
একটা কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ কেন নীরব? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ সেলিম। প্রকাশ্যে এই স্লোগান দেওয়া অপরাধ। পুলিশ নিরব দর্শক হয়ে থাকল কেন? এদিন অমিত শাহ সভা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তিনি আরও বলেন শহীদ মিনারের পবিত্র মাটিকে অপবিত্র করলেন অমিত শাহ। উনি দিল্লি কাণ্ডে নিহতদের প্রতি দুঃখ প্রকাশ না করে বরং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তিনি আরও বলেন “দেশের অর্থনীতিতে গুজরাটের অবস্থা কোথায় তা আমাদের জানা। গুজরাটের দারিদ্রতা ঢাকতে দেওয়াল তুলতে হয় কেন। বাংলায় এলে নাকি ওরা সোনার বাংলা করে দেবে। ১৮ টা সাংসদ রয়েছে , ওরা বাংলার জন্য কি করেছে।”
একটা কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ কেন নীরব? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ সেলিম। প্রকাশ্যে এই স্লোগান দেওয়া অপরাধ। পুলিশ নিরব দর্শক হয়ে থাকল কেন? এদিন অমিত শাহ সভা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। তিনি আরও বলেন শহীদ মিনারের পবিত্র মাটিকে অপবিত্র করলেন অমিত শাহ। উনি দিল্লি কাণ্ডে নিহতদের প্রতি দুঃখ প্রকাশ না করে বরং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তিনি আরও বলেন “দেশের অর্থনীতিতে গুজরাটের অবস্থা কোথায় তা আমাদের জানা। গুজরাটের দারিদ্রতা ঢাকতে দেওয়াল তুলতে হয় কেন। বাংলায় এলে নাকি ওরা সোনার বাংলা করে দেবে। ১৮ টা সাংসদ রয়েছে , ওরা বাংলার জন্য কি করেছে।”

No comments