Header Ads

সারার সাথে বিচ্ছেদ ,এবার কিয়ারার সাথে প্রেম করছেন কার্তিক

নজরবন্দি ব্যুরো :সারা কে ছেড়ে কিয়ারার প্রেমে হাবুডুবু কার্তিক। রাজস্থানের জয়পুর শহরে কিয়ারার সাথে প্রেম করতে দেখা গেল কিয়ারা কে। তাঁদের এই প্রেমের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরেই শুরু হয় জোর গুঞ্জন। কিয়ারা সাথে এই ছবি পোস্ট করে কার্তিক লেখেন ,ভালোবাসা এতটাই অন্ধ হয় যে ভুত কেও দেখতে পায় না।
 আসলে শীঘ্রই ভুল ভুলাইয়ার সিকুয়েলে দেখা যাবে কার্তিক ও কিয়ারা কে। শুটিং এরই অংশ এটা। ভুলাইয়ার সিকুয়েলে দেখা যাবে কার্তিক ও কিয়ারা কে। ২০০৭ সালে অক্ষয় কুমারের অভিনীত ছবি ভুল-ভুলাইয়া মুক্তি পে। এই ছবি সুপার হিট হয়েছিল। ভুল-ভুলাইয়া ছবির পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। ভুল-ভুলাইয়া-২ এর পরিচালনা করছেন আনিস বাজমি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.