বিদেশ যোগ ছাড়াও ছড়িয়ে পড়ছে করোনা! কমিউনিটি ট্রান্সমিশনের আতঙ্ক দেশজুড়ে।
নজরবন্দি ব্যুরোঃ কমিউনিটি ট্রান্সমিশনের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত! চরম আতঙ্কের আবহ দেশজুড়ে। শুক্রবার পর্যন্ত যতজন করোনা আক্রান্ত ধরা পরেছিল ভারতে তাঁর মধ্যে সবারই কোন না কোন ভাবে বিদেশ যোগ ছিল। কিন্তু শনিবারের রিপোর্ট ছবিটা ভয়াবহ করে তুলেছে।
শনিবার নতুন করে যাদের শরীরে সংক্রমন ধরা পড়েছে তাঁদের মধ্যে দুজনের কোন ভাবেই বিদেশ সংযোগ নেই!
আর এই ব্যাপারটাই মূল আতঙ্কের কারন। বিদেশ সংযোগ না থেকেও করোনায় আক্রান্ত হওয়া মানে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা। ঠিক যেমনটা হয়েছে ইটালি তে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীর কাছে অনুরোধ করেছেন, যাই হয়ে যাক কাল কেউ বাড়ির বাইরে বেরবেন না। বাসে ট্রেনে চড়বেন না।
প্রসঙ্গত, আজ কলকাতায় এক ৫৭ বছর বয়সী ব্যাক্তি এবং পুনেতে এক ৪০ বছর বয়সী মহিলার দেহে করোনার অস্তিত্ব মিলেছে, যাদের কোন বিদেশ সংযোগ নেই।
শনিবার নতুন করে যাদের শরীরে সংক্রমন ধরা পড়েছে তাঁদের মধ্যে দুজনের কোন ভাবেই বিদেশ সংযোগ নেই!
আর এই ব্যাপারটাই মূল আতঙ্কের কারন। বিদেশ সংযোগ না থেকেও করোনায় আক্রান্ত হওয়া মানে কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা। ঠিক যেমনটা হয়েছে ইটালি তে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীর কাছে অনুরোধ করেছেন, যাই হয়ে যাক কাল কেউ বাড়ির বাইরে বেরবেন না। বাসে ট্রেনে চড়বেন না।
প্রসঙ্গত, আজ কলকাতায় এক ৫৭ বছর বয়সী ব্যাক্তি এবং পুনেতে এক ৪০ বছর বয়সী মহিলার দেহে করোনার অস্তিত্ব মিলেছে, যাদের কোন বিদেশ সংযোগ নেই।

No comments