Header Ads

আক্রান্ত বেড়ে ৩২৭! ভারতে হুহু করে বাড়ছে সংক্রমন, ব্যাপক আতঙ্ক দেশজুড়ে। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ক্রমশ প্রকট হচ্ছে ভারতে করোনা বিপর্যয়ের ছবি। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৭!যার মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩০০ জন কে।  
বাইরের দেশ ঘুরে আসা মানুষের থেকে থেকেই দেশে ছড়িয়েছে করোনা। কিন্তু ইতিমধ্যেই বিদেশ সংযোগহীন ২ জন আক্রান্ত হয়েছে! দেশ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একাধিক কর্মসূচী ঘোষনা করেছেন, নিজে সামনে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যের ডাক্তার, নার্স এবং স্বাস্থ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
জনগন কে সরকারের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে বাড়ির বাইরে না বেরতে।

সকাল থেকে জন কার্ফু ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মমতা বন্দোপাধ্যায় সকাল থেকে রাজ্যের দূরপাল্লার বাস, ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত সহ শপিং মল, ক্লাব, পার্ক, সিনেমা হল ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
তিনি জানিয়েছেন, করোনা হয়ে আমি মারা যাই ঠিক আছে কিন্তু আমি বেঁচে থাকতে একজন রাজ্যবাসীকেও মরতে দেবনা।

বালিগঞ্জের করোনা আক্রান্তের মা,বাবার শরীরেও করোনা উপসর্গ।  রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেলেঘাটা আইডি’তে স্থানান্তর করা হয়েছে তাঁদের। পরীক্ষা করে কনফার্ম করা হবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.