Header Ads

১২ জন করোনা আক্রান্ত যাত্রী সফর করেছে ট্রেনে! চরম সতর্কতা জারি করল ভারতীয় রেল।

নজরবন্দি ব্যুরোঃ করোনা ক্রমশ প্রভাব বিস্তার করছে ভারত জুড়ে; ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। তাঁর মধ্যেই এল চরম দুঃসংবাদ। রেলমন্ত্রক সূত্রে একটি টুইট করে জানানো হয়েছে, ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে অন্তত ১২ জন করোনা আক্রান্ত রোগী দু'টি এক্সপ্রেস ট্রেনে সফর করেছেন।এবং এই সফরকারীদের জন্যে কতজন আক্রান্ত হতে পারেন তা ভেবেই শিউড়ে উঠছে প্রশাসন।
রেল জানিয়েছে, গত ১৩ই মার্চ সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে দিল্লি থেকে রামগুন্ডাম পর্যন্ত গিয়েছিলেন আট জন। অন্যদিকে,  গত ১৬ মার্চ গোদান এক্সপ্রেসে মুম্বই থেকে জবলপুর পর্যন্ত যাত্রা করেন ৪ জন যাত্রী। শুক্রবার এঁদের সকলেরই শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
সংক্রমণ থেকে বাঁচতে খুব প্রয়োজন ছাড়া এক্সপ্রেস ট্রেনে যাত্রা না করার জন্যে সতর্ক করল রেলমন্ত্রক।
টুইটে ওই সফর নির্দেশিকায় লেখা হয়েছে, "রেল জানতে পেরেছে, কয়েক জন করোনা আক্রান্ত ট্রেনে সফর করেছেন। তার ফলে ট্রেনে সফর করা ঝুঁকিপূর্ণ। ট্রেনে সফর এড়িয়ে চলুন, কারণ আপনিও করোনা আক্রান্ত হতে পারেন যদি আপনার সহযাত্রীর করোনাভাইরাস থাকে। আপাতত সব যাত্রা স্থগিত রাখুন এবং নিজের প্রিয়জনকে নিরাপদে রাখুন।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.