Header Ads

কি কি সুবিধা পাবেন লকডাউন এ জেনে নিন

নজরবন্দি ব্যুরো: সোমবার ২৩ মার্চ বিকেল পাঁচটা থেকে শুক্রবার সাতাশে মার্চ পর্যন্ত লকডাউন থাকবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এই সাড়ে চার দিন রাজ্যের সব গণপরিবহন বন্ধ থাকবে। একে লকডাউন বলাটা ঠিক নয় কমপ্লিট রেস্ট্রিকশন বলা যায়। কোন পরিবহন অটো, বাস, ট্যাক্সি বন্ধ করা হচ্ছে। থানা, সংশোধনাগার, আদালত চালু থাকবে, কিন্তু সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, কলকারখানা, দোকান বাজার।
 খোলা থাকবে দুধ সবজি ও ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় দোকান। এদের মধ্যে টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ পানীয় জল সরবরাহ, জঞ্জাল অপসারণ পরিষেবা, খোলা থাকছে এছাড়া খোলা থাকছে সংবাদমাধ্যমও। এই সরকারি বিজ্ঞপ্তি কেউ যদি না মানেন তাহলে প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.