নজরবন্দির দাবিতে শিলমোহর; কেন্দ্রকে ডোমেস্টিক ফ্লাইট বন্ধ রাখার আবেদন মুখ্যমন্ত্রীর। #BreakingNews
অরুনাভ সেনঃ গতকালই আমরা "নজরবন্দি" সংবাদমাধ্যমে প্রশ্ন তুলেছিলাম সব রকমের যাত্রিবাহী ট্রেন,আন্তর্জাতিক উড়ান ৩১মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও কেন এখনও দেশের অভ্যন্তরে ডোমেস্টিক ফ্লাইট চলছে৷কারন করোনা ভাইরাসের শৃঙ্খলকে ভাঙতে গেলে পাবলিক ট্রান্সপোর্টের সব কিছু বন্ধ থাকা জরুরী৷ট্রেন বন্ধ,বাস বন্ধ,আন্তর্জাতিক উড়ান বন্ধ তবে কেন এখনও ডোমেস্টিক ফ্লাইট চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার?সত্যি বলতে কি এই প্রশ্নটির উত্তর আমাদের কাছেও বিভ্রান্তিকর ছিল৷ কারন শুধুমাত্র বাস-ট্রেন নয়,ডোমেস্টিক ফ্লাইটে যেসব মানুষ যাতয়াত করছেন তারা কেউ করোনায় আক্রান্ত নন,অথবা বিমানে থাকা যাত্রী করোনায় আক্রান্ত হবেন না,জোর গলায় কেউ গ্যারান্টি দিতে পারে না৷অবিলম্বে বন্ধ হোক ডোমেস্টিক ফ্লাইট,বিশেষত কলকাতা ও বাগডোগরায় সব ধরনের ফ্লাইটের উড়ান আপাতত বন্ধ রাখা হোক৷
এই পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত৷খুশীর খবর এটাই মারণ করোনার করাল গ্রাস রুখতে নিজের তৎপরতা আরও বাড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এখন যেন কোনও বিমান না আসে, সেই ব্যাপারে পদক্ষেপ করতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর এই দূরদর্শিতাকে সাধুবাদ জানিয়েছেন গোটা বাংলার মানুষ৷প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। রাজ্যে এখনও পর্যন্ত সাত জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। ভারতের অন্য জায়গায় তুলনায় কলকাতা তথা বাংলায় করোনার প্রকোপ কম৷তবুও রাজ্যের মানুষের জীবনের বিষয়ে সামান্য ঝুঁকি নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যুদ্ধকালীন তৎপরতায় আজ বিকেল থেকে গোটা রাজ্য চলে যাবে লকডাউনে৷অর্থাৎ রাজ্যের মানুষের স্বার্থ ও সুরক্ষার জন্য সামান্য ঝুঁকিও নিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে রাজ্যের বিমানবন্দরগুলিতে যাতে বাইরের কোনও বিমান নামতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন তিনি।
অর্থাৎ রাজ্যের মানুষের চাহিদা ও দাবির কথা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন জনগনের মতামত ও দাবিই তাঁর সরকারের উদ্দেশ্য৷রাজ্যের মানুষও মুখ্যমন্ত্রীর দাবির সাথে একমত৷তাদের বক্তব্য বাস-ট্রেন সব বন্ধ,মানুষ কার্যত নিজেকে গৃহবন্দি করেছে নিজে সুরক্ষিত থাকতে,অন্যকে সুরক্ষিত রাখতে সেখানে কেন ডোমেস্টিক ফ্লাইট বাংলার বিমানবন্দরে আসবে৷পরিস্থিতিটা অন্যরকম,করোনার বিরুদ্ধে সবাই লড়ছেন নিজের সামর্থ অনুযায়ী,সেখানে কেন সম্ভাব্য সব সতর্কতা কেন্দ্র নেবে না,কেন ডোমেস্টিক ফ্লাইট বাংলার বিমানবন্দর গুলিতে ওঠা-নামা করবে৷অবিলম্বে বাংলায় ঢোকা বন্ধ হোক ডোমেস্টিক ফ্লাইট৷
অর্থাৎ রাজ্যের মানুষের চাহিদা ও দাবির কথা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন জনগনের মতামত ও দাবিই তাঁর সরকারের উদ্দেশ্য৷রাজ্যের মানুষও মুখ্যমন্ত্রীর দাবির সাথে একমত৷তাদের বক্তব্য বাস-ট্রেন সব বন্ধ,মানুষ কার্যত নিজেকে গৃহবন্দি করেছে নিজে সুরক্ষিত থাকতে,অন্যকে সুরক্ষিত রাখতে সেখানে কেন ডোমেস্টিক ফ্লাইট বাংলার বিমানবন্দরে আসবে৷পরিস্থিতিটা অন্যরকম,করোনার বিরুদ্ধে সবাই লড়ছেন নিজের সামর্থ অনুযায়ী,সেখানে কেন সম্ভাব্য সব সতর্কতা কেন্দ্র নেবে না,কেন ডোমেস্টিক ফ্লাইট বাংলার বিমানবন্দর গুলিতে ওঠা-নামা করবে৷অবিলম্বে বাংলায় ঢোকা বন্ধ হোক ডোমেস্টিক ফ্লাইট৷
কোন মন্তব্য নেই