আয়ুষ্মানের অভিনয়ের প্রশংসা করলেন লতা মঙ্গেশকর
নজরবন্দি ব্যুরো :আয়ুষ্মান খুরানার অভিনয় ও তাঁর ছবির গল্প আগাগোড়াই দর্শকদের মন কেড়েছে। তাঁর পরপর বেশ অনেক গুলি ছবি বক্স অফিসে ভালো বাজার করেছে। সম্প্রতি সুরেররানী খ্যাতনামা গায়িকা লতা মঙ্গেশকর প্রশংসা করলেন আয়ুষ্মানের।
বর্তমানে শুভ মঙ্গল জ্যাদা সাবধান হ্যায় ছবির জন্য খুবই প্রসংশিত হচ্ছেন তিনি। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশংসা করেন। এবার খ্যাতনামা গায়িকা লতা মঙ্গেশকর করলেন তাঁর অভিনয়ের প্রশংসা।আয়ুষ্মানের ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে টুইট করেন তিনি। তবে শুভ মঙ্গল জ্যাদা সাবধান হ্যায় ছবির জন্য তিনি আয়ুষ্মানের প্রশংসা করেননি। তিনি আয়ুষ্মান অভিনীত ২ বছর আগের ছবি আন্ধাদুন দেখে তিনি আয়ুষ্মানের প্রশংসা করলেন। লতাজির টুইট দেখার সাথে সাথেই আয়ুষ্মান ও টুইটের রিপ্লাই দিয়ে লেখে আমি ধন্য। লতাজির এই প্রশংসা খুবই গুরুত্বপূর্ণ তাঁর জীবনে।
বর্তমানে শুভ মঙ্গল জ্যাদা সাবধান হ্যায় ছবির জন্য খুবই প্রসংশিত হচ্ছেন তিনি। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশংসা করেন। এবার খ্যাতনামা গায়িকা লতা মঙ্গেশকর করলেন তাঁর অভিনয়ের প্রশংসা।আয়ুষ্মানের ছবি দেখে সোশ্যাল মিডিয়াতে টুইট করেন তিনি। তবে শুভ মঙ্গল জ্যাদা সাবধান হ্যায় ছবির জন্য তিনি আয়ুষ্মানের প্রশংসা করেননি। তিনি আয়ুষ্মান অভিনীত ২ বছর আগের ছবি আন্ধাদুন দেখে তিনি আয়ুষ্মানের প্রশংসা করলেন। লতাজির টুইট দেখার সাথে সাথেই আয়ুষ্মান ও টুইটের রিপ্লাই দিয়ে লেখে আমি ধন্য। লতাজির এই প্রশংসা খুবই গুরুত্বপূর্ণ তাঁর জীবনে।


No comments