অঙ্গনওয়াড়ি কর্মীদের সাহায্যে শিশুদের কাছে পৌঁছে গেল চাল- আলু।
নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বুধবার থেকে শুরু হলো দু'কেজি করে চাল দু কেজি করে আলু দেওয়া। উত্তর ২৪ পরগনা ছাড়া অন্যত্র কোথাও খাদ্য বিতরণ করা স্বাভাবিক হয়নি।বসিরহাটে শিশুবিকাশ সেবা প্রকল্পের অধীনে থাকা ৭৫ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসূতিদের খাবার দেওয়া হয়েছে। কোথাও আবার বাড়ি বাড়ি খাবার দিয়ে আসছে কর্মীরা। আবার কেন্দ্র থেকে খাবার নিয়ে যাচ্ছে। কোথায় আবার প্রসূতি ও শিশু অভিভাবকরা অভিযোগ তুলেছে শুধু ভাত ও আলুতে কি পুষ্টি পাওয়া যায়? সাথে যদি ডাল ও ডিম দিত তাহলে ভালই হতো।
শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক জ্যোতিরিন্দ্র চক্রবর্তী বাড়ি গিয়ে খাবার দেন। পশ্চিম দন্ডির হাট পারুইপাড়া কেন্দ্রে শিশু ৮০ জন ১০জন গর্ভবতী ৫ জন প্রসূতি রয়েছে তারা কেন্দ্রে এসে খাবার নিয়ে যান। দন্ডির হাট আমতলা ১৩ নম্বর কেন্দ্রে শিশু ৩১ জন গর্ভবতী ৪ জন এবং প্রস্তুতি ৬ জন রয়েছেন কেউ কেউ কেন্দ্রে এসে খাবার নিয়ে যায় আবার কারো কারো বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি অপর্ণা ঘোষ, ফরিদা খাতুন বলেছেন করার জন্য ১৫ই এপ্রিল অবধি বন্ধ থাকবে কেন্দ্র। কিন্তু তারা প্রতিদিনই শিশুদের খোঁজ নিয়ে আসবে এবং তাদের খাবার দিয়ে আসবে।

No comments